টাফ প্রতিযোগী সহায়িকা
টাফ (toph.co) একটি বাংলাদেশী অনলাইন জাজ । স্পোর্ট প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের অসাধারণ প্লাটফর্ম। দ্রুত, বুঝতে সহজ আর পরিষ্কার গঠন টাফ কে করেছে জনপ্রিয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসন) দেশব্যাপী প্রোগ্রামিংয়ের প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বছরের পর বছর। বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয় ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনজিপিসি ), আন্তস্কুল কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা , জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, কর্মশালা, ক্যাম্প ও সহায়ক সেশন। এই গাইডটি মূলত টাফ সহায়িকা যা প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণে প্লাটফর্ম ব্যবহার করতে সহযোগিতা করবে।
Last updated