প্রোগ্রামিং সমস্যা ও সাবমিশন সম্পর্কিত তথ্য
Last updated
Last updated
প্রোগ্রামিং সমস্যা/প্রবলেম ই কনটেস্টের মুল চালিকা শক্তি । প্রতিযোগিদের সমস্যায় সমাধান, সময়ের ভিত্তিতেই র্যাংকলিস্ট হয়ে থাকে। আশা করা যায় আপনারা প্রোগ্রামিং সমস্যা সম্পর্কে জানেন। নিচে টাফে প্রদর্শিত সমস্যার একটি ছবি দেওয়া হল।
প্রবলেমের ঠিক ডান পাশেই Submit নামে একটি এরিয়া আছে। সেখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সল্যুশন ফাইল টি সিলেক্ট করে জাজে সাবমিট করতে হয় ফলাফলের জন্য।
যেমন যদি সমাধান ফাইলটি solution.cpp হয় তাহলে আমাদের C++ এর কোন নির্ধারিত ভার্সন সিলেক্ট করতে হবে। সব ঠিকঠাক হয়ে গেলে Submit দিতে হবে। তাহলেই জাজের কাছে ফলাফল প্রক্রিয়াধীন হবে।