নতুন অ্যাকাউন্ট তৈরি
Last updated
Last updated
ইন্টারনেট সংযোগ সম্পন্ন যেকোন কম্পিউটার থেকে যেকোন ব্রাউজার (ফায়ারফক্স, ক্রম, টর, সাফারি, এজ ইত্যাদি) থেকে https://toph.co/ এ প্রবেশ করতে হবে। কনটেস্টে অংশ নিতে হলে বা সমস্যা সমাধান করতে হলে টাফ অনলাইল জাজে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য মুল পাতার Register মেনুতে যেতে হবে।
রেজিস্টার মেনুতে যাওয়ার পর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফিল্ড গুলোর বিস্তারিত নীচে দেওয়া হল।
Name: আপনার নাম দিন। নিজের প্রকৃত নাম ব্যবহার করাই উত্তম।
Email: ভ্যালিড একটি ইমেইল এড্রেস ব্যবহার করুন যাতে পরবর্তীতে অ্যাকাউন্ট উদ্ধার, কনটেস্ট সম্পর্কিত তথ্য পেতে সুবিধা হয়।
Handle: হ্যান্ডেল হচ্ছে ইউজারদের একক পরিচয়। এখানে অক্ষর,নাম্বার দিয়ে একটি ইউজারনেম দিন যাতে অন্য কারো সাথে না মিলে।
Password: লগইন করার সময় সুরক্ষা হিসেবে পাসওয়ার্ড দিতে হবে। নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, অক্ষর সমন্বয়ে যথা সম্ভব কঠিন পাসওয়ার্ড নিবার্চন করতে হবে ও অন্যের থেকে গোপন রাখাই শ্রেয়।
Confirm: পাসওয়ার্ডটি পুনরায় দিন।
Register: সবকিছু ঠিকঠাক থাকলে রেজিস্টার করুন।