লগইন ও ইমেইল ভেরিফিকেশন
Last updated
Last updated
নতুন অ্যাকাউন্ট তৈরি শেষ। আবারো টাফের মুলপাতার ডান কোনায় Login অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনকৃত handle ও প্রদত্ত password দিয়ে Login করতে হবে।
লগইন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় প্রদত্ত ইমেইল এড্রেসটি টাফ প্লাটফর্মে ভেরিফাই করা।
ভেফিভাই করতে -
ইমেইলে প্রবেশ করতে হবে।
ইনবক্স/স্প্যাম চেক করতে হবে।
নীচের মত একটি মেইল পাওয়া যাবে।
যদি মেইল না যায় তবে রিসেন্ড করতে হবে। নীচের ছবিতে মেনু ও রিসেন্ড দেখানো আছে।
ইমেইল বডিতে ভেরিফাই ইমেইল এড্রেসে ক্লিক করলেই ইমেইল ভেরিভাইড হয়ে যাবে।
মেনুঃ Settings >> Emails এ গেলে রিসেন্ড অপশন পাওয়া যাবে।
ইমেইল রিসেন্ডঃ Resend Email এ ক্লিক করলে নতুন একটি ভেরিফিকেশন মেইল
ব্যাস! ইমেইল ভেরিফিকেশন শেষ।